ইন্টারনেট থেকে নিজের সব তথ্য মুছবেন যেভাবে
ইন্টারনেটে ছড়িয়ে থাকা নিজের সব ধরনের তথ্য মুছে ফেলতে চান। তবে আপনি নিতে পারেন ইন্টারনেট থেকে তথ্য মুছে ফেলতে সহায়ক ‘ডিসিট.মি’ ওয়েবসাইটের সাহায্য। যেকোনো গুগল অ্যাকাউন্টধারী ব্যক্তি এটিতে নিজেদের
সংযুক্ত করতে পারবেন।
সংযুক্ত করতে পারবেন।
এরপর ওই অ্যাপ্লিকেশনটি সব সার্ভিস খুঁজে বের করবে। অর্থাৎ, জিমেইল অ্যাড্রেসের সঙ্গে সংযুক্ত থাকা সব ওয়েবসাইট এবং মেইলিং লিস্ট খুঁজে বের করবে ডিসিট.কম।
এর মধ্যে সোশ্যাল নেটওয়ার্ক, অনলাইন স্টোর এবং ডেটিং ওয়েবসাইটের অ্যাকাউন্ট থাকতে পারে। আপনার অনলাইন কার্যক্রম যদি ভরপুর এবং বহুমাত্রিক হয় তবে ওয়েবসাইটটির তা খুঁজে বার করতে কিছুটা সময় লাগবে।
খোঁজা শেষ হলে ডিসিট.মি লিংকসহ সব অ্যাকাউন্ট এবং সার্ভিস তালিকাভুক্ত করবে। পরে লিংকটিতে চাপ দিয়ে ডিলিট অথবা আনসাবস্ক্রাইব করা যাবে।
পুরানো ওয়েবসাইট যেটি আপনি এখন আর ব্যবহার করেন না অথচ আপনার তথ্য সেখানে রয়ে গেছে সেগুলো এভাবে এ ওয়েবসাইটের মাধ্যমে মুছে ফেলতে পারেন। তবে ওয়েবসাইটটি এখন শুধু জিমেইল অ্যাকাউন্টধারীদের জন্যই কাজ করছে।
Tnx for comment. The site link is ''deseat.me'' . Visit http://projukticorner.blogspot.com/ as your available need.
উত্তরমুছুন