কিভাবে বুঝব যে একটি সিম কার নামে রেজিস্ট্রেশন করা আছে
আগামী ২০১৮ জানুয়ারি থেকে নতুন নিয়ম কার্যকর হবে। এই নিয়ম অনুযায়ী একটি এনআইডি'র বিপরীতে সর্বোচ্চ ১৫ টি সিম রেজিস্টার করে রাখা যাবে। অর্থাৎ একজন ব্যক্তি তার ন্যাশনাল আইডি কার্ড দিয়ে সব অপারেটর মিলে সর্বমোট ১৫টি সিম ব্যবহার করতে পারবে। যদি কারো ১৫ টির অধিক সিম রেজিস্ট্রেশন করা থাকে তবে জানুয়ারিতে অতিরিক্ত সিম অটোমেটিকালি বন্ধ হয়ে যাবে। এক্ষেত্রে গ্রাহককে কোন প্রকার ইনফরম করা হবে না। তাই গ্রাহকের প্রয়োজনীয় সিমটিও বন্ধ হয়ে যেতে পারে।
তাই সময় থাকতে দেখে নিন আপনার আইডির বিপরীতে কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে। আর ১৫ টির অধিক থাকলে অপ্রয়োজনীয় সিমগুলি সেই অপারেতরের কাস্টমার কেয়ারে গিয়ে ডিএকটিভেট করে নিন।
পদ্ধতিঃ
#প্রথমে আপনার আইডি দিয়ে নিবন্ধিত যে কোন সিম দিয়ে ডায়াল করুন *১৬০০১#
# এবার আপনার এনআইডির শেষ চার ডিজিট লিখুন এবং ওকে দিন
কিছুক্ষণের মধ্যেই আপনার সিমে এসএমএস আসবে। এসএমএস এ দেখুন আপনার নিবন্ধিত সিমের তালিকা।
ধন্যবাদ পোস্টটি পড়ার জন্য।
প্রযুক্তি কর্নারের পাশে থাকুন, নিত্য নতুন তথ্য জানুন।
তাই সময় থাকতে দেখে নিন আপনার আইডির বিপরীতে কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে। আর ১৫ টির অধিক থাকলে অপ্রয়োজনীয় সিমগুলি সেই অপারেতরের কাস্টমার কেয়ারে গিয়ে ডিএকটিভেট করে নিন।
পদ্ধতিঃ
#প্রথমে আপনার আইডি দিয়ে নিবন্ধিত যে কোন সিম দিয়ে ডায়াল করুন *১৬০০১#
# এবার আপনার এনআইডির শেষ চার ডিজিট লিখুন এবং ওকে দিন
কিছুক্ষণের মধ্যেই আপনার সিমে এসএমএস আসবে। এসএমএস এ দেখুন আপনার নিবন্ধিত সিমের তালিকা।
ধন্যবাদ পোস্টটি পড়ার জন্য।
প্রযুক্তি কর্নারের পাশে থাকুন, নিত্য নতুন তথ্য জানুন।
wow
উত্তরমুছুনtnx
মুছুনGood network in india AIRTEL
উত্তরমুছুনyeh
মুছুন