সেলফি হবে আরও অসাধারণ!


তরুণ প্রজন্মের বর্তমান ট্রেন্ড হলো সেলফি তোলা। মুখ বাঁকা সোজা কত কিছু করে সেলফি তোলে। ‘সেলফি’ ছাড়া এখন যেন কোনও সেলিব্রেশনই সম্পূর্ণ হয় না। এবার শখের সেলফি হবে আরও সুন্দর।

২০১৫ সালের ডিসেম্বরে আইওএস ব্যহারকারীদের জন্য মাইক্রোসফট সেলিফ অ্যাপ উন্মোচন করে শীর্ষ সফটওয়্যার জায়ান্ট। উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য লুমিয়া সেলফি অ্যাপের অপর সংস্করণ এটি।

অ্যালগিরদম ও বিভিন্ন ডেটা বিশ্লেষণ যেমন, বয়স, লিঙ্গর উপর ভিত্তি করে ভালোমানের সেলফি তুলতে সহায়তা করে অ্যাপটি। প্রায় ১১ মাস পর অ্যাপটি অ্যানড্রয়েড ব্যহারকারীদের জন্য গুগল প্লে-স্টোরে ছাড়া হয়েছে।

চলতি মাসে গুগল প্লে স্টোরে প্রকাশ করা অ্যাপটিতে অন্য সংস্করণগুলোর চেয়ও হালনাগাদ করা হয়েছে বলে জানিয়েছে মাইক্রোসফট। দারুণ সেলিফ তোলার জন্য এতে এক ডজন ফিল্টার যুক্ত করা হয়েছে।

অ্যানড্রয়েড ব্যবহারকারীদের জন্য বিনামূল্যে সুযোগ দেওয়া হচ্ছে। যে কেউ এটি যথাযথ লিংকে গিয়ে ডাউনলোড ও ইনস্টল করতে পারবেন।

কিভাবে মাইক্রোসফট সেলফি অ্যাপ কাজ করে তা জানতে ছবি তোলার আগে ও পরের কিছু ছবির মাধ্যমে একটি ছোট ভিডিও প্রকাশ করা হয়েছে অ্যাপটির সঙ্গে। 

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷

Blogger দ্বারা পরিচালিত.