HTML বাংলা টিউটোরিয়াল-3

আজকে আমি html এর আরেকটি বিষয় নিয়ে আলোচোনা করব।সাথে থাকবেন।
***আগের টিউন এ আমরা দেখেছিলাম কিভাবে <br> ট্যাগ ব্যাবহার করতে হয়।<br> ট্যাগ ব্যাবহার করলে লাইনগুলো নিচে নিচে সজ্জিত হয়।কিন্তু আমাদের যদি এমন দরকার হয় যে লাইনগুলোর মাঝে ফাকা লাইন থাকবে।তখন আমরা কিকরব।
***তখন আমরা <p>……………..</P>  ট্যাগ ব্যাবহার করব।আসুন এবার আমরা দেখি কিভাবে এর ট্যাগ ব্যাবহার করা যায়।
***আগের টিউন এর নিয়ম অনুসারে <br> ট্যাগ ব্যাবহার করে আমরা একটি html কোড লিখি।



<html>
<head>
<title>
টেকটিউনস
</title>
</head>
<body>
Techtunese here.<br>
Techtunese tutorial here.<br>
Techtunese html tutorial here.
</body>
</html>
তারপর তা tech2.html(যেকোন নাম.html) নামে সেভ করুন।
***তারপর double click করে ওপেন করুন।দেখুন লেখাগুলো নিচে নিচে এসেছে।কিন্তু মাঝে কোন ফাকা লাইন নেই।
ফাকা লাইন এর জন্য আসুন আমরা  <p>………………………</p>  ট্যাগ ব্যাবহার করি।

<html>
<head>
<title>
টেকটিউনস-ই
</title>
</head>
<body>
<p>Techtunese here.</p>
<p>Techtunese tutorial here.</p>
<p>Techtunese html tutorial here.</p>
</body>
</html>
এবার তা tech3.html নামে সেভ করে ওপেন করে দেখুন লাইন গুলোর মাঝে ফাকা লাইন তৈরি হয়েছে।

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷

Blogger দ্বারা পরিচালিত.