HTML বাংলা টিউটোরিয়াল-2
আজকে আমি আপনাদের html এর আরেকটা জিনিষ দেখাব।সাথে থাকুন।
আগের টিউন এর নিয়ম অনুসারে একটি html কোড লিখুন।কোডটি অবশ্যই নোটপ্যাড এলিখবেন।
<html>
<head>
<title>
টেকটিউনস
</title>
<body>
Techtunese here.
Techtunese tutorial here.
Techtunese html tutorial here.
</body>
</html>
|
এখানে আমরা <body>……………..</body> এর মধ্যে একটা paragraph লিখেছি।এরপ্রতিটি লাইন আমরা আলাদা আলাদা নিচে নিচে লিখেছি।তারপর আমরা তা tech1.html নামেসেভ করি।তারপর তা ওপেন করলে ব্রাউজার এ দেখাবে।
দেখুন লাইনগুলো আলাদা আলাদা না দেখিয়ে একসাথে দেখিয়েছে।এখন আমরা যদি লাইনগুলো নিচে নিচে দেখাতে চাই তবে আমাদের একটি tag ব্যাবহার করতে হবে।ট্যাগটি হল <br> ট্যাগ।
***যেকোন লাইন এর শেষে এই ট্যাগ ব্যাবহার করলে পরের লাইনটি নিচ থেকে শুরু হবে।
তাহলে আসুন আগের html code এর body এর প্রতিটি লাইন এর শেষে <br> ট্যাগ ব্যাবহার করি।
<html>
<head>
<title>
টেকটিউনস-ই
</title>
</head>
<body>
Techtunese here.<br>
Techtunese tutorial here.<br>
Techtunese html tutorial here.
</body>
</html>
সবাই ভাল থাকবেন।
কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷