HTML বাংলা টিউটোরিয়াল-2

আজকে আমি আপনাদের html এর আরেকটা জিনিষ দেখাব।সাথে থাকুন
আগের টিউন এর নিয়ম অনুসারে একটি html কোড লিখুন।কোডটি অবশ্যই নোটপ্যাড লিখবেন
<html>
<head>
<title>
টেকটিউনস
</title>
</head>
<body>
Techtunese here.
Techtunese tutorial here.
Techtunese html tutorial here.
</body>
</html>
এখানে আমরা <body>……………..</body> এর মধ্যে একটা paragraph লিখেছি।এরপ্রতিটি লাইন আমরা আলাদা আলাদা নিচে নিচে লিখেছি।তারপর আমরা তা tech1.html নামেসেভ করি।তারপর তা ওপেন করলে ব্রাউজার  দেখাবে
দেখুন লাইনগুলো আলাদা আলাদা না দেখিয়ে একসাথে দেখিয়েছে
এখন আমরা যদি লাইনগুলো নিচে নিচে দেখাতে চাই তবে আমাদের একটি tag ব্যাবহার করতে হবে।ট্যাগটি হল  <br> ট্যাগ
***যেকোন লাইন এর শেষে এই ট্যাগ ব্যাবহার করলে পরের লাইনটি নিচ থেকে শুরু হবে
তাহলে আসুন আগের html code এর body এর প্রতিটি লাইন এর শেষে <br> ট্যাগ ব্যাবহার করি

<html>
<head>
<title>
টেকটিউনস-
</title>
</head>
<body>
Techtunese here.<br>
Techtunese tutorial here.<br>
Techtunese html tutorial here.
</body>
</html>
সবাই ভাল থাকবেন

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷

Blogger দ্বারা পরিচালিত.