Facebook থেকে Delete হয়ে যাওয়া যে কোন Massege, Picture, Video etc. কেমন করে ফেরত পাবেন তার পদ্ধতি।

আমরা আনেকেই অনেক কারনে ফেসবুক থেকে পছন্দের Massege, Picture, Video  ডিলিট করে ফেলি কিন্তু দেখা যায় পরবর্তীতে সেই ছবি কিংবা ভিডিওটির খুব দরকার হয়। কিন্তু আমরা অনেকেই জানিনা সেই ফাইল গুলো কিভাবে ফেরত পাওয়া যায়।  কিভাবে আমরা ফেসবুক থেকে ডিলিট হয়ে যাওয়া Massege, Picture, Video ফিরে পাওয়া যায় তা আজ আপনাদের
দেখাব। প্রথমে ফেসবুকে Log In করার পর ডানপাশে উপরের কর্নারে Setting এ ক্লিক করুন।

সেটিং এ যাওয়ার পর Dowanload  a  copy এই রকম একটি লিংক পাওয়া যাবে।

লিঙ্কটিতে ক্লিক করলে আপনার মেইল বা ফোনে একটি মেসেজ যাবে। মেইল ওপেন করলে একটি রিকুয়েস্ট লিঙ্ক দেখা যাবে, লিঙ্কটিতে ক্লিক করে ফেচবুক Password দিলে একটি Download লিঙ্ক পাবেন। এই Download লিঙ্ক বাটনে ক্লিক করলে Download হবে। এবার Download হওয়া ফাইলটি ওপেন করুন, দেখা যাবে ভিডিও, মেসেজ, পিকচার নামে ফোল্ডার আছে, আপনার যা প্রয়োজন এখান থেকে কপি করে নিন।

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷

Blogger দ্বারা পরিচালিত.