এখন থেকে ফায়ারফক্সে মিডিফায়ার হতে জমাকৃত কুকিজ স্বয়ংক্রিয়ভাবে ডিলিট হবে

অনেকেই ফায়ারফক্সের সবগুলো ক্যাশ/কুকি ডিলিট করে মিডিয়াফায়ার থেকে রিজিউম করে থাকেন (মানে আমি পূর্বে এমনটি করতাম)। এতে করে যে সকল ওবেসাইটে অটো-লগিন
হত তা বন্ধ হয়ে যায়। ফলে পুনরায় ইউজার নেম/আইডি এবং পাসওয়ার্ড টাইপ করতে হয়। একটি সহজ উপায়ে শুধুমাত্র মিডিয়াফায়ারের কুকিগুলো অটোমেটিক ডিলিট করা যায়। এজন্য নিচের পদ্ধতি অনুসরণ করুন।
  • ১। প্রথমে “Tools” থেকে “Options” এ যান।
  • ২। এবার “Privacy” ট্যাবে যান।
  • ৩। ড্রপডাউন মেনু থেকে Use custom settings for history সিলেক্ট করুন।
  • ৪। “Exceptions” বাটনে ক্লিক করুন।
  • ৫। Address for website এর নিচের বক্সে mediafire.com টাইপ করে “Allow for Session” বাটনে ক্লিক করুন। এরপর Close এ ক্লিক করে বেরিয়ে আসুন।
নিচের ছবিটি দেখুনঃ

এখন থেকে ফায়ারফক্স ক্লোজ করলে স্বয়ংক্রিয়ভাবে মিডিয়াফায়ার থেকে জমাকৃত কুকি/ক্যাশফাইলগুলো ডিলিট হয়ে যাবে। একই উপায়ে অন্যান্য ওয়েবসাইট থেকে সাময়িকভাবে কুকি Allow করা যাবে।
অনুগ্রহ করে মন্তব্য করবেন কেমন হল তা জানিয়ে। সবাইকে ধন্যবাদ।

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷

Blogger দ্বারা পরিচালিত.