এখন থেকে ফায়ারফক্সে মিডিফায়ার হতে জমাকৃত কুকিজ স্বয়ংক্রিয়ভাবে ডিলিট হবে
অনেকেই ফায়ারফক্সের সবগুলো ক্যাশ/কুকি ডিলিট করে মিডিয়াফায়ার থেকে
রিজিউম করে থাকেন (মানে আমি পূর্বে এমনটি করতাম)। এতে করে যে সকল ওবেসাইটে
অটো-লগিন
হত তা বন্ধ হয়ে যায়। ফলে পুনরায় ইউজার নেম/আইডি এবং পাসওয়ার্ড টাইপ করতে হয়। একটি সহজ উপায়ে শুধুমাত্র মিডিয়াফায়ারের কুকিগুলো অটোমেটিক ডিলিট করা যায়। এজন্য নিচের পদ্ধতি অনুসরণ করুন।
এখন থেকে ফায়ারফক্স ক্লোজ করলে স্বয়ংক্রিয়ভাবে মিডিয়াফায়ার থেকে জমাকৃত কুকি/ক্যাশফাইলগুলো ডিলিট হয়ে যাবে। একই উপায়ে অন্যান্য ওয়েবসাইট থেকে সাময়িকভাবে কুকি Allow করা যাবে।
অনুগ্রহ করে মন্তব্য করবেন কেমন হল তা জানিয়ে। সবাইকে ধন্যবাদ।
হত তা বন্ধ হয়ে যায়। ফলে পুনরায় ইউজার নেম/আইডি এবং পাসওয়ার্ড টাইপ করতে হয়। একটি সহজ উপায়ে শুধুমাত্র মিডিয়াফায়ারের কুকিগুলো অটোমেটিক ডিলিট করা যায়। এজন্য নিচের পদ্ধতি অনুসরণ করুন।
- ১। প্রথমে “Tools” থেকে “Options” এ যান।
- ২। এবার “Privacy” ট্যাবে যান।
- ৩। ড্রপডাউন মেনু থেকে Use custom settings for history সিলেক্ট করুন।
- ৪। “Exceptions” বাটনে ক্লিক করুন।
- ৫। Address for website এর নিচের বক্সে mediafire.com টাইপ করে “Allow for Session” বাটনে ক্লিক করুন। এরপর Close এ ক্লিক করে বেরিয়ে আসুন।
এখন থেকে ফায়ারফক্স ক্লোজ করলে স্বয়ংক্রিয়ভাবে মিডিয়াফায়ার থেকে জমাকৃত কুকি/ক্যাশফাইলগুলো ডিলিট হয়ে যাবে। একই উপায়ে অন্যান্য ওয়েবসাইট থেকে সাময়িকভাবে কুকি Allow করা যাবে।
অনুগ্রহ করে মন্তব্য করবেন কেমন হল তা জানিয়ে। সবাইকে ধন্যবাদ।
কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷