এখন আপনি নিজেই তৈরি করুন ফেচবুক ।

নেটে নিশ্চয় ঘন্টার পর ঘন্টা কাটান ফেসবুকে ? কিন্তু আপনার নিজের যদি একটা ফেসবুক থাকে তাহে কেমন হয় ? এবার সহজেই ওয়ার্ডপ্রেস ইন্জিন দিয়ে বানান আপনার নিজের সামাজিক যোগাযোগের সাইট , আপনার নিজের ফেসবুক !

ওয়ার্ডপ্রেস MU তে BuddyPress প্লাগইন দিয়ে সামাজিক যোগাযোগের সাইট বানানো যায় , কিন্তু এবার আর ওয়ার্ডপ্রেস MU লাগবে না ! ওয়ার্ডপ্রেস দিয়ে হবে আপনার কাজ ! Mingle প্লাগইনটি দিয়েই আপনার ওয়ার্ডপ্রেস হয়ে যাবে সামাজিক যোগাযোগের সাইট ।
পদ্ধতি:

১. প্রথমে কোথায় সাইটটি চালাবেন তা ঠিক করে নিন । চাইলে পুরোনো WP ইন্সটলেশনেও চালাতে পারেন , তা না হলে নতুন করে WP ইনস্টলেশন করে নিন ।
২. এবার Mingle প্লাগইনটি ডাউনলোড করে ওয়ার্ডপ্রেসের wp-content/plugins ডাইরেক্টরীতে এক্সট্রাক্ট করুন । ও admin প্যানেলের প্লাগইন অপশন থেকে এটিকে একটিভ করুন ।
৩. Mingle এ মূল সেটিংসের পূর্বে কিছু পৃষ্টা বানিয়ে নিতে হবে । পৃষ্টা গুলো হল : Profile , Profile edit , Activity , Directory login , Signup , Friends, Friend Request. । নাম দেখেই বোঝা যাচ্ছে কি কাজের জন্য এগুলো তৈরী । এই পেজগুলোতে কমেন্টিং সুবিধা বন্ধ করে দিন ।

৪. এবার আপনার ড্যাসবোর্ডের Settings বাটানের নিচে Mingle বাটান দেখতে পাবেন । এটি ক্লিক করেই পৌছে যাবেন Mingle সেটিংস পেজে ।
৫. এবার Mingle Pages লেখার নিচের ড্রপ ডাউন মেনুগুলো দিয়ে তাদের জন্য তৈরী করা পৃষ্টা গুলো সেট করে দিন ।
৬. Mingle এ আরো কিছু সেটিংস করতে পারবেন যেমন: প্রোফাইলের URL কেমন হবে , কোন কোন তথ্য পাবলিক থাকবে , ডিফল্ট হিসেবে কে সবার ফ্রেন্ড থাকবে ইত্যাদি । এই সবগুলোই Mingle সেটিংস পেজ থেকে পরিবর্তন করতে পারবেন ।


৭. এবার Admin প্যানেলের Appearance থেকে Widget এ যান । সেখানে অতিরিক্ত দুটি Widget পাবেন । সাইডবারে সেগুলো সংযুক্ত করে দিন ।
মূল কাজ শেষ এবার পছন্দানুযায়ী থিম বেছে শুরু করে দিন আপনার নিজের ফেসবুক ! কিছু কোডিং চেন্জ করতে পারলে এটি এক কথায় আসাধারন কাজ করবে । তাছাড়া Mingle এর টি মাত্র প্রথম এডিশন , কয়েকদিন গেলে যে আরো অনেক সুবিধা পাওয়া যাবে তা না বললেও চলে ।
ওয়ার্ডপ্রেস দিয়ে যে কত হাজার রকমের জিনিস করা যায় তার ইয়াত্তা নাই । ওয়ার্ডপ্রেস নিয়ে অনেক টিউন করেছি , তার চেয়ে হাজারগুন বেশী কাজ করেছি ওয়ার্ডপ্রেস এর উপর । এর মত চমৎকার জিনিস আর নাই । এই টিউনটা অবশ্য একমাস আগে করার কথা ছিল কিন্তু কেন যেন করা হয় নাই ।
ডাউনলোড করুন WP Minlge প্লাগইন ।

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷

Blogger দ্বারা পরিচালিত.