আর নয় নেট খরচ এখন পিসিতে ফ্রি ইন্টারনেট চালান ১০০% নির্ভুল ভাবে।

কেমন আছেন সবাই? আশা করি ভাল আছেন। আর নয় নেট খরচ এখন পিসিতে ফ্রি ইন্টারনেট চালান ১০০% নির্ভুল ভাবে। আমরা জানি জিপি এবং রবিতে ইন্টারনেট ডট অর্গ মোবাইল ব্রাউজার দিয়ে সম্পূর্ণ ফ্রি ব্যবহার করা যায় যেখানে বাংলাদেশের শ’খানেক ওয়েবসাইট ফ্রিতে ব্রাউজ করা যায়। এটার সবচেয়ে বড় সীমাবদ্ধতা হচ্ছে এই ওয়েব সাইটটি মোবাইল ছাড়া অন্য কোন ডিভাইস যেমন পিসি বা ল্যাপটপে ব্যবহার করা যায় না।

কখনো চেষ্টা করে দেখেছেন কি? মনে হচ্ছে আপনিও আমার মত একটা বার্তা পেয়েছেন যে ইন্টারনেট ডট ওআরজি কেবলমাত্র মোবাইল ফোন ব্রাউজার বা তাদের নিজস্ব এপস ছাড়া ব্যবহার করা যাবে না।তার মানে কি? আপনি পিসিতে এটা ব্যবহার করতে পারবেন না? হতেই পারেনা । আমি আজ আপনাদের দেখাবো কিভাবে পিসিতে ইন্টারনেট ডট ওআরজি ব্যবাহর করে পত্রিকা, ব্লগ সহ প্রায় 100 খানেক ওয়েবসাইট ফ্রিতে ব্রাউজ করবেন।


চলুন শুরু করা যাক:
  • 1. প্রথমে আপনার মজিলা ফায়ারফক্স ব্রাউজারটি ওপেন করুন।
  • 2. তারপর এড্রেসবারে গিয়ে লিখুন about:config এবং এন্টার দিন।
  • 3. তারপর যে পেইজটা ওপেন হবে, ওখানে রাইট ক্লিক করে নিউতে যেয়ে স্ট্রিং সিলেক্ট করবেন।
  • 4. স্ট্রিং এর নাম দিবেন, general.useragent.override দিয়ে এন্টার দিবেন।
  • 5. তার পরের বক্সে Android লিখে এন্টার করুন।
ব্যাস কাজ শেষ । আপনি এখন internet.org এই এ্যাড্রেসে যেয়ে একশো এর উপরে ওয়েব সাইট টোটালি ফ্রিতে ব্রাউজ করতে পারবেন।

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷

Blogger দ্বারা পরিচালিত.