HTML বাংলা টিউটোরিয়াল-10
কেমন আছেন সবাই।আশা করি সবাই ভাল আছেন।
heading এর align attribute:
আমরা আগের টিউনগুলো থেকে শিখেছি কিভাবে heading লিখতে হয়।যারা জানেন না তারা kindly আগের টিউনগুলো দেখে নিন,তাতে আপনাদের বুঝতে সুবিধা হবে।
আমরা আগের টিউন এ দেখেছি <h1 হতে h6>………………….</h1 হতে h6> এটা হল heading এর ট্যাগ।এটা সম্পরকে বিস্তারিত জানতে হলে আমার আগের টিউনগুলো দেখুন।
ধরুন আপনি heading দিতে পারেন।কিন্তু কোন প্রয়োজনে বা সুন্দরের জন্য আপনাকে heading ডানে বামে নিতে হবে।তখন কি করবেন?? তখন আপনাদের heading ট্যাগ এর সাথে align attribute ব্যাবহার করতে হবে।আপনাকে ডানে,মাঝখানে,বামে heading নেওয়ার জন্য heading ট্যাগ এর সাথে right,center,left ব্যাবহার করতে হবে।
আসুন এবার format টা দেখি।<h1 হতে h6 align=left বা center বা right>……………………</h1 হতে h6>
আসুন চিন্তা করি আমাদের এমন একটা কোডিং করতে হবে যার heading হবে সবচেয়ে বড়, এবং heading টি হবে ডানে।তখন আমাদের যে কোডিং টি ব্যাবহার করতে হবে তার format হবে <h1 align=right>………………………</h1>
এবার আসুন একটি উদাহরন দেখি।
html>
<head>
<title>
টেকটিউনস
</title>
</head>
<body>
<h1 align=left> projukticorner.blogspot.com html tutorial here. </h1>
<h1 align=center> projukticorner.blogspot.com html tutorial here. </h1>
<h1 align=right> projukticorner.blogspot.com html tutorial here. </h1>
<h1 align=left> projukticorner.blogspot.com html tutorial here. </h1>
<h1 align=center> projukticorner.blogspot.com html tutorial here. </h1>
<h1 align=right> projukticorner.blogspot.com html tutorial here. </h2>
</body>
</html>
এবার এটি নোটপ্যাড এ লিখে tech.html নামে সেভ করুন।তারপর double click করে ওপেন করুন।
কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷