যে সানগ্লাস দিয়ে ​ভিডিও করা যাবে

Image result for video recording sunglass

মেসেজিং অ্যাপ্লিকেশন প্রতিষ্ঠান স্ন্যাপচ্যাট বিল্ট ইন ক্যামেরাযুক্ত প্রযুক্তিপণ্য সানগ্লাস বাজারে আনার ঘোষণা দিয়েছে। এই সানগ্লাসকে তারা বলছে ‘স্পেকটেকলস’। এর দাম হবে ১৩০ মার্কিন ডলার। এই সানগ্লাস দিয়ে একবারে ৩০ সেকেন্ড করে ভিডিও চিত্র ধারণ করা যাবে।

মেসেজিং অ্যাপ্লিকেশনের পাশাপাশি কোম্পানির পুনঃ নামকরণ করেছে স্ন্যাপচ্যাট। এর নাম এখন স্ন্যাপ ইনকরপোরেশন। মেসেজিং অ্যাপ্লিকেশনের বাইরে গ্যাজেট বা প্রযুক্তিপণ্যের দুনিয়ায় পা রাখল প্রতিষ্ঠানটি। স্ন্যাপের বিবৃতিতে বলা হয়েছে, শুরুতে সীমিতসংখ্যক চশমা বাজারে ছাড়া হবে।

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷

Blogger দ্বারা পরিচালিত.