ভাষা পরিবর্তন করে শোনাবে হেডফোন।
বিদেশ
ভ্রমণের সময় অভিধান
ঘেঁটে ভিন্ন ভাষাভাষীদের সঙ্গে
কথা বলা বেশ
ঝামেলাই বটে। এতে সময়
যেমন বেশি লাগে,
তেমনি কথা বলাও
ঠিকমতো হয়ে ওঠে
না।
কানে পরার উপযোগী
ছোট হেডফোনটি মোবাইলে থাকা
এ্যাপের সাহায্যে তাৎক্ষণিক অনুবাদ
করে শোনাতে পারে। অর্থাৎ
দুটি হেডফোন কানে
দিয়ে একই সঙ্গে
ভিন্ন ভাষাভাষী দুজন
ব্যক্তি কথা বলার
সুযোগ পাবেন। এর নাম
পাইলট আরবার্ডস। এক জোড়া
হেডফোন কিনতে গুনতে
হবে ২৫০ থেকে
৩০০ ডলার।
সূত্র
: বিবিসি
কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷