আসছে ১ টেরাবাইট মেমোরি কার্ড!
এক টেরাবাইটের মেমোরি কার্ড তৈরির ঘোষণা দিয়েছে স্যানডিস্কের মূল প্রতিষ্ঠান ওয়েস্টার্ন ডিজিটাল। জার্মানির কোলন শহরে ফটোকিনা ২০১৬ ক্যামেরা পণ্য প্রদর্শনীতে স্যানডিস্কের নতুন এই মেমোরি কার্ডের পরীক্ষামূলক সংস্করণ দেখানো হয়। এর আগে ২০০০ সালে ৬৪
গিগাবাইট
ডেটা ধারণক্ষমতার মেমোরি কার্ড তৈরির ঘোষণা দিয়ে সবাইকে চমকে দিয়েছিল স্যানডিস্ক। ওয়েস্টার্ন ডিজিটালের ভাইস প্রেসিডেন্ট (পণ্য ব্যবস্থাপনা) দীনেশ বাহাল বলেন, কয়েক বছর আগেই এক টেরাবাইট মেমোরি কার্ডের ধারণা অসম্ভব বলে মনে হতো। আর আমরা এখন এমন এক পর্যায়ে আছি, যা এই অসম্ভবকে সম্ভব করেছে। স্টারগেট স্টুডিওর প্রধান নির্বাহী স্যাম নিকলসন বলেন, এক টেরাবাইটের মতো উচ্চক্ষমতার মেমোরি কার্ডের সাহায্যে ক্যামেরায় বেশি ছবি ধারণ করা ছাড়াও মেমোরি কার্ড না বদলিয়েই কোনো ধরনের ঝামেলা ছাড়া একটানা ছবি তোলার সুবিধা পাওয়া যাবে।বেশি ক্ষমতার এই মেমোরি কার্ড কিনতে বেশি ডলার খরচ করতে হবে।
পরীক্ষামূলক সংস্করণ হওয়ায় মূল্য সম্পর্কে এখনো কিছু উল্লেখ করা হয়নি।
কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷