‘আইফোন ১০’ হবে ওয়াটারপ্রুফ!
অ্যাপেলের নতুন ফোন ‘আইফোন ১০’ এর লঞ্চের দিন যতই এগিয়ে আসছে বিশ্বজুড়ে ‘আইফোন জ্বর’ ততই বেড়ে চলেছে। এর আগে শোনা গেছে নতুন এই ফোনে থাকছে মিসিং হেডফোন জ্যাক,ডবল ক্যামেরা লেন্স, আরো কত কী। সম্প্রতি শোনা যাচ্ছে ‘আইফোন ১০’ হতে চলেছে সম্পূর্ণ ওয়াটারপ্রুফ।
এই সপ্তাহের শুরুতেই অ্যাপেল ঘোষণা করেছে নতুন আইফোন পানির নিচেও ছবি তুলতে পারবে। পেটেন্টও পেয়ে গিয়েছে। স্যামসাং গ্যালাক্সি এস৭ ও নোট৭ ওয়াটারপ্রুফ ঘোষণা করার পরই অ্যাপল এই বিষয়ে উদ্যোগী হয়। তবে পেটেন্ট পাওয়ার পরই অ্যাপল মোবাইল ফোনের ক্ষেত্রে এই ফিচার ব্যবহার করবে কিনা সে বিষয়ে এখনও নিশ্চিত কিছু জানা যায়নি। তবে হেডফোন জ্যাক রিমুভ করার পর আশা করা যেতেই পারে এ বার আইফোন ওয়াটারপ্রুফ করার কথা ভাবছে অ্যাপল। হেডফোন জ্যাক পয়েন্ট থেকেই ওয়াটার ড্যামেজের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে।
কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷