স্পর্শ করা যাবে নতুন প্রযুক্তির ভিডিও!

ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অফ টেকনোলোজির গবেষকরা এমন এক প্রযুক্তি আবিস্কার করেছে যার মাধ্যমে আপনি ইচ্ছা করলেই ভিডিওতে চলমান নায়ক / নায়িকাকে হাত দিয়ে স্পর্শ করতে পারবেন। শুধু স্মার্টফোন বা টাচ-প্রযুক্তিতেই নয়, মজাদার এই ভিডিও উপভোগ
করা যাবে কম্পিউটার স্ক্রিনেও। গবেষকরা বিষয়টাকে এভাবে ব্যাখ্যা করেছেন, "ধরুন কোনো রকস্টারের গিটার হাতে নিয়ে গান গাওয়ার ভিডিও দেখছেন। চাইলে তার গিটারটি বাজাতে পারবেন আপনিও। শুধু ‘জুম’ করে গিটারটিকে সামনে এনে এর তারে টান দিন। চোখের সামনেই দেখবেন আপনার সুরেই তারগুলি নড়ছে।"

গবেষকদের বক্তব্য, ভাইব্রেশন বা কম্পনকে কাজে লাগিয়ে ব্যাপারটিকে সম্ভব করেছেন তারা। হাতের ছোয়া বা মাউসের ক্লিককে কম্পন হিসেবে গ্রহণ করে ওই বিশেষ ভিডিও প্রযুক্তি।তারপর রীতিমতো অংক কষে ঠিক করে এই কম্পনে নির্দিষ্ট বস্তু বা ব্যক্তির প্রতিক্রিয়া কী হওয়া উচিত। আর এভাবেই দর্শক ভিডিওতে দেখতে পাবেন কম্পনের প্রভাব। যদিও বিষয়টি সময় ও ব্যয় সাপেক্ষ বলে জানিয়েছেন গবেষকরা। এই প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন গেম খেলার অভিজ্ঞতাকে আরও জীবন্ত করে তোলা যাবে বলেও জানিয়েছেন গবেষকরা।

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷

Blogger দ্বারা পরিচালিত.