ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ !‌

 বেশ কয়েকটি সংস্থার মোবাইল ফোনে আর মাস দুয়েক পর থেকেই হোয়াটস অ্যাপ সেবা পাওয়া যাবে না। কারণ, ফোনগুলোর অপারেটিং সিস্টেম আর হোয়াটস অ্যাপের নির্দিষ্ট ফরম্যাট সাপোর্ট করবে না। তাই যতদিন না পর্যন্ত ফোনগুলোর
অপারেটিং সিস্টেম না বদলাচ্ছে, ততদিন হোয়াটস অ্যাপ ইনস্টলই করা যাবে না ফোনে।

হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সংস্থাগুলো যদি নিজেদের এই অপারেটিং সিস্টেম উন্নততর করার দিকে নজর না দেয়, তাহলে এই ব্যবহারকারীরা আর হোয়াটসঅ্যাপ সেবা পাবেন না। এক নজরে দেখে নেওয়া যাক ফোনগুলো।

• ব্ল্যাকবেরি ও এস ও ব্ল্যাকবেরি ১০

• নোকিয়া এস ৪০

• নোকিয়া সিম বায়ান এস ৬০

• অ্যান্ড্রোয়েড ২.‌১ ও ২.‌২

• উইন্ডোজ ফোন ৭.‌১

• আইফোন ৩জিএস, আই ও এস ৬

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷

Blogger দ্বারা পরিচালিত.